গোসলের ফরজ কয়টি ? ফরজ গোসলের নিয়ম ও দোয়া

ইসলামী শরীয়তে গোসলের ফরজ কয়টি তা জানা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। কারণ সঠিকভাবে গোসল না করলে ইবাদত কবুল হয় না এবং পবিত্রতা সম্পূর্ণ হয় না। প্রত্যেক মুসলমানের জানা উচিত ফরজ গোসলের নিয়ম ও দোয়া, যাতে সঠিকভাবে পবিত্রতা অর্জন করে ইবাদত আদায় করা যায়।

গোসলের ফরজ কয়টি?

গোসলের ফরজ মোট তিনটি (৩)। এগুলো হলো

  1. মুখে পানি ঢোকানো (কুলি করা) — অর্থাৎ মুখের ভেতর সম্পূর্ণভাবে পানি পৌঁছানো।

  2. নাকে পানি দেওয়া (নাক পরিষ্কার করা) — নাকের ভেতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো।

  3. সমস্ত শরীরে পানি পৌঁছানো — শরীরের কোনো অংশ শুকনা না থাকা, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় পানি পৌঁছাতে হবে।

সংক্ষেপে: গোসলের ফরজ ৩টি — (১) কুলি, (২) নাকে পানি দেওয়া, (৩) পুরো শরীরে পানি পৌঁছানো।

গোসলের ফরজ কয়টি — এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের জানতে হবে, কোন অবস্থায় গোসল ফরজ হয় এবং কীভাবে তা সঠিকভাবে সম্পন্ন করতে হয়। ইসলাম অনুসারে গোসলের নির্দিষ্ট কিছু ফরজ আছে, যা সম্পন্ন না করলে গোসল সহিহ হয় না

ফরজ গোসলের নিয়ম ও দোয়া 

১. নিয়ত করা

গোসল শুরু করার আগে মনে মনে নিয়ত করতে হবে — “আমি পবিত্র হওয়ার নিয়তে গোসল করছি।”

আরবি নিয়ত (ইচ্ছা করলে পড়া যায়):
نَوَيْتُ الْغُسْلَ لِرَفْعِ الْحَدَثِ الْأَكْبَرِ لِلّٰهِ تَعَالَى
উচ্চারণ: নাওয়াইতুল গুসলা লি রাফ’ইল হাদাসিল আকবারি লিল্লাহি তা’আলা
অর্থ: আমি আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য বড় নাপাকী দূর করার উদ্দেশ্যে গোসল করার নিয়ত করলাম।

২. হাত ধোয়া

প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে।

৩. অশুচি বা নাপাক স্থান পরিষ্কার করা

যেখানে নাপাকী (যেমন— বীর্য, মাসিকের রক্ত ইত্যাদি) লেগেছে, তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে।

৪. অজু করা

নামাজের অজুর মতো সম্পূর্ণ অজু করবে। তবে পা পরে ধুলেও চলে (মাটিতে পানি জমে গেলে শেষে ধোয়া যায়)।

৫. মাথায় তিনবার পানি ঢালা

ডান দিক থেকে শুরু করে মাথার চুলের গোড়া পর্যন্ত তিনবার পানি ঢালা।

৬. পুরো শরীরে পানি ঢালা

ডান দিক থেকে শুরু করে পুরো শরীরে পানি ঢেলে প্রতিটি অঙ্গ যেন ভিজে যায় তা নিশ্চিত করা।
কোনো অংশ শুকনা থাকা যাবে না।

গোসল শেষে দোয়া

গোসল শেষ করে নিচের দোয়াটি পড়া মুস্তাহাব (সওয়াবের কাজ):

دُعَاء بَعْدَ الْغُسْلِ:
اللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
উচ্চারণ: আল্লাহুম্মাজ‘আলনি মিনাত্‌তাওয়াবীনা ওয়াজ‘আলনি মিনাল মুতাৎতাহ্‌হিরীন
অর্থ: হে আল্লাহ! আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।

ফরজ গোসলের নিয়ম ও দোয়া জানার উদ্দেশ্য হলো — কোন অবস্থায় গোসল ফরজ হয়, কীভাবে গোসল সম্পন্ন করতে হয় এবং গোসলের সময় কোন দোয়া পাঠ করতে হয় তা শেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *