প্রতীক কাকে বলে? প্রতীক কত প্রকার ও কী কী?

আজকে আলোচনা করবো প্রতীক কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত বুঝিয়ে বলবো

প্রতীক কাকে বলে?

প্রতীক বলতে বোঝায় এমন কোন চিহ্ন যা দিয়ে কোন কিছু সম্পর্কে অর্থপূর্ণ ধারণার বহিঃপ্রকাশ ঘটে।কোন নির্দিষ্ট বস্তুকে নির্দেশক করে কোন ধরণের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সেই বস্তুকে উপস্থাপন করার কৌশলকে বলা হয় প্রতীক। রাস্তার পাশে, কোন দেয়ালে, কোন প্লে-কার্ডে আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেখতে পাই। সে চিহ্নগুলোকে মূলত প্রতীক বলা হয়। প্রতীকের মাধ্যমে আমরা খুব সহজে কোন স্থান খুঁজে পেতে পারি কোন ধরণের ঝামেলা ছাড়াই।তাই,প্রতীক কাকে বলে ও বিভিন্ন প্রতীকের ব্যবহার সম্পর্কে জেনে রাখা উচিত আমাদের।

আজ এই আর্টিকেলে প্রতীক সম্পর্কেই বিশদ আলোচনা করার চেষ্টা করবো।

আরো পড়ুন ;- জ্যামিতি কাকে বলে ? কত প্রকার ও কি কি?

প্রতীক শব্দের বুৎপত্তি

ইংরেজি Symbol শব্দটির বাংলা পারিভাষিক প্রতিশব্দ হলো প্রতীক। ইংরেজি শব্দটি এসেছে গ্রিক ক্রিয়াপদ ‘সিম্বালেঈন’ (অর্থ: একত্রে ছুঁড়ে মারা) এবং বিশেষ্য ‘সিম্বলোন’ (অর্থ: চিহ্ন; প্রতীক; টোকেন বা নিদর্শন) থেকে। এছাড়া বাংলায় ‘প্রতীক’ শব্দটির অর্থ চিহ্ন; নিদর্শন; সংকেত। বাংলা প্রতীক শব্দটি সংস্কৃত ‘প্রতি+√ই+ঈক’ যোগে গঠিত।

গাণিতিক প্রতীক কাকে বলে?

বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ প্রকাশ করতে যে বিশেষ ধরণের চিহ্ন ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে।

সম্পর্কিত আর্টিকেল ;- আয়নিক বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন কাকে বলে?

গাণিতিক প্রতীক কয়টি ও কী কী

গাণিতিক প্রতীক মূলত ৫ ধরণের হয়।যথাঃ

১) সংখ্যা প্রতীকঃ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮,

২) প্রক্রিয়া প্রতীকঃ + (যোগ), (বিয়োগ), (গুণ),

  • (ভাগ)

৩) সম্পর্ক প্রতীকঃ > (বড়), (ছোট), = (সমান), < = (সমান নয়), ≤ (ছোট অথবা সমান), ≥ (বড় অথবা সমান )

৪) বন্ধনী প্রতীকঃ () প্রথম বন্ধনী, ) দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী।

৫) অক্ষর প্রতীকঃ ক, খ, গ, ঘ, …. ইত্যাদি।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য

প্রতীক ও সংকেত রসায়নের দুইটি গুরুত্বপুর্ণ পরিভাষা। যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপুর্ণ। যা হোক, প্রতীক ও সংকেত নিয়ে আলোচনা করা যাক।

প্রতীকঃ প্রতীক হলো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রুপ।যেমনঃHydrozen একটি মৌলের নাম।এর প্রতীক H যা Hydrozen নামটির সংক্ষিপ্ত রুপ।আবার,Nattrium সোডিয়ামের ল্যাটিন নাম।এর প্রতীক Na যাnattrium এর সংক্ষিপ্ত রুপ।

সংকেতঃ কোনো মৌল বা যৌগ অণুর সংক্ষিপ্ত রুপকে সংকেত বলে।যেমনঃঅক্সিজেনের দুইটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেনের অণু তৈরী করে যার সংকেত হলোo2.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *