ইসলামি শরিয়ত অনুযায়ী অজুর ফরজ (অবশ্যপালনীয় কাজ) হলো চারটি (৪টি)। এই চারটি কাজ ছাড়া অজু পূর্ণ হয় না — অর্থাৎ, এগুলোর কোনো একটি বাদ পড়লে অজু সাহিহ (গ্রহণযোগ্য) হবে না।
অজুর ফরজ কয়টি ?
১️ মুখ ধোয়া
চিবুকের নিচ থেকে কপালের চুলের গোড়া পর্যন্ত এবং এক কান থেকে আরেক কান পর্যন্ত পুরো মুখ একবার ধোয়া।
২️ হাত ধোয়া কনুইসহ
ডান হাত থেকে শুরু করে দুই হাত কনুইসহ (কনুই পর্যন্ত ও কনুইসহ) ধোয়া।
৩️ মাথা মাসহ করা
মাথার অন্তত এক-চতুর্থাংশে (১/৪ ভাগে) ভেজা হাত দিয়ে মাসাহ করা।
৪️ পা ধোয়া টাখনুসহ (গোড়ালিসহ)
ডান পা থেকে শুরু করে দুই পা গোড়ালিসহ ধোয়া।
প্রমাণ:
আল-কুরআনে আল্লাহ তাআলা বলেন —
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ
(সূরা আল-মায়িদাহ: আয়াত ৬)
অর্থাৎ —
“হে মুমিনগণ! তোমরা যখন নামাজে দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখ ধোও, হাত ধোও কনুই পর্যন্ত, মাথার মাসাহ করো এবং পা ধোও টাখনু পর্যন্ত।”
অজুর ফরজ কয়টি সংক্ষেপে মনে রাখার সহজ উপায়:
মুখ – হাত – মাথা – পা = অজুর চার ফরজ।