বাউবি – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ

বাংলাদেশে যারা চাকরির পাশাপাশি বা সময়ের অভাবে নিয়মিত ক্লাসে অংশ নিতে পারেন না, তাদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ একটি অসাধারণ সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU) দেশের একমাত্র দূরশিক্ষা ভিত্তিক সরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা ঘরে বসেই বিভিন্ন ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে পারেন।

বাউবি – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান করার জন্য অনলাইন এবং অফলাইন শিক্ষার পদ্ধতি ব্যবহার করা হয়। প্রায়শই উন্মুক্ত শিক্ষার মাধ্যমে বিভিন্ন সময়ে কোর্স প্রদান করা হয়, যার ফলে ভাগ্যবান ছাত্র-ছাত্রীরা অবসরের সময়ে পড়াশোনা করতে পারে।

বাউবি – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এস সি (SSC) কোর্স

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ এর মধ্যে এস এস সি (SSC) কোর্স একটি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কোর্স সমূহ এর মধ্যে এটি সবচেয়ে নিন্ম স্তরের কোর্স। অর্থাৎ এই কোর্সটি থেকে বাউবি ভর্তি কার্যক্রম শুরু করে। সাধারণ শিক্ষা ব্যবস্থার মতো বাউবির এস এস সি কোর্সে তিন বিভাগ রয়েছে। এস এস সি (SSC) কোর্সে বিভাগুলো হলো মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান। তবে মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগগুলো প্রায় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি (Open University) এর সকল কেন্দ্রে পড়ানো হয়। বিজ্ঞান বিভাগটি কতিপয় স্টাডি সেন্টারে পড়ানো হয়।

বাউবি – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ এইস সি (HSC) কোর্স

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ এর মধ্যে এইচ এইস সি (HSC) কোর্স একটি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কোর্স সমূহ এর মধ্যে এটিতে সবচেয়ে ছাত্র-ছাত্রী আছে । সাধারণ শিক্ষা ব্যবস্থার মতো বাউবির এস এস সি কোর্সে তিন বিভাগ রয়েছে। এইচ এইস সি (HSC) কোর্সে বিভাগুলো হলো মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান। তবে মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগগুলো প্রায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রে পড়ানো হয়। বিজ্ঞান বিভাগটি কতিপয় স্টাডি সেন্টারে পড়ানো হয়। বাউবি এইচ এইস সি (HSC) কোর্স দুই বছর মেয়াদি একটি কোর্স।

রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স / স্নাতক (ব্যাচেলর)কোর্স

স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি কোর্স: বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি কোর্স, যেমন বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, বিশেষ শিক্ষা, গণিত, সমাজবিজ্ঞান, সাহিত্য, প্রকৌশল, সংস্কৃতি, কম্পিউটার বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি।

 চার বছর মেয়াদী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স সমূহ জানার অনেকের আগ্রহ রয়েছে। তারই ধারাবাহিকতায় নিচে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরঅনার্সে কি কি কোর্স থাকছে তার একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি।

  1. বাংলা (আবশ্যিক)
  2. ইতিহাস
  3. দর্শন
  4. ইসলামিক স্টাডিজ-
  5. রাষ্ট্রবিজ্ঞান
  6. অর্থনীতি
  7. সমাজতত্ত্ব
  8. ভূগোল ও পরিবেশ
আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স বা বিএ করতে চান। তাহলে আপনাকে উপরোক্ত বিষয়গুলোতে অধ্যায়ন করতে হবে। তবে আপনি যে বিষয়ে অনার্স করতে চান। শুধু সেই বিষয়টা আর আবশ্যিক বিষয়গুলো পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *