এক থেকে একশ বানান: ১-১০০ বানান বাংলা একাডেমি

এক থেকে একশ’ পর্যন্ত সংখ্যার বাংলা বানান শেখা বাংলা ভাষা শিক্ষার একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তে শুরু করে, তখন তাদের প্রথমে সংখ্যা গণনা ও তার বানান শিখানো হয়। এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর বাংলা বানান তুলনামূলকভাবে সহজ হলেও, এগারো থেকে একশ পর্যন্ত সংখ্যাগুলোর বানান কিছুটা দীর্ঘ ও জটিল হতে পারে। যেমন “একান্ন”, “ছিয়াত্তর”, “নিরানব্বই” প্রভৃতি বানান শিক্ষার্থীদের মনে রাখতে কিছুটা কষ্টসাধ্য হয়।

তবে নিয়মিত অনুশীলন, উচ্চারণ অনুশীলন এবং বানান রচনার মাধ্যমে এসব শব্দ সহজেই আত্মস্থ করা যায়। এক থেকে একশ পর্যন্ত সংখ্যার সঠিক বানান জানলে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে যেমন গণিত, বাংলা রচনা, প্রতিবেদন লেখায় দক্ষতা অর্জন করতে পারে। এছাড়া সরকারি চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বানানভিত্তিক প্রশ্ন এসে থাকে।

সঠিক বানান চর্চা ভাষাগত শুদ্ধতা বজায় রাখতে সহায়তা করে এবং শব্দভাণ্ডার সমৃদ্ধ করে। তাই এক থেকে একশ পর্যন্ত সংখ্যা এবং তাদের বানান মুখস্থ রাখার পাশাপাশি তা নিয়মিত লিখে অনুশীলন করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি।

এক থেকে একশ বানান

১- এক
২- দুই
৩- তিন
৪- চার
৫- পাঁচ
৬- ছয়
৭- সাত
৮- আট
৯- নয়
১০- দশ

১১- এগারো
১২- বারো
১৩- তেরো
১৪- চৌদ্দ
১৫- পনেরো
১৬- ষোলো
১৭- সতেরো
১৮- আঠারো
১৯- ঊনিশ
২০- বিশ

২১- একুশ
২২- বাইশ
২৩- তেইশ
২৪- চব্বিশ
২৫- পঁচিশ
২৬- ছাব্বিশ
২৭- সাতাশ
২৮- আটাশ
২৯- ঊনত্রিশ
৩০- ত্রিশ

৩১- একত্রিশ
৩২- বত্রিশ
৩৩- তেত্রিশ
৩৪- চৌত্রিশ
৩৫- পঁয়ত্রিশ
৩৬- ছত্রিশ
৩৭- সাঁইত্রিশ
৩৮- আটত্রিশ
৩৯- ঊনচল্লিশ
৪০- চল্লিশ

৪১- একচল্লিশ
৪২- বিয়াল্লিশ
৪৩- তেতাল্লিশ
৪৪- চুয়াল্লিশ
৪৫- পঁয়তাল্লিশ
৪৬- ছেচল্লিশ
৪৭- সাতচল্লিশ
৪৮- আটচল্লিশ
৪৯- ঊনপঞ্চাশ
৫০- পঞ্চাশ

৫১- একান্ন
৫২- বাহান্ন
৫৩- তিপ্পান্ন
৫৪- চুয়ান্ন
৫৫- পঞ্চান্ন
৫৬- ছাপান্ন
৫৭- সাতান্ন
৫৮- আটান্ন
৫৯- ঊনষাট
৬০- ষাট

৬১- একষট্টি
৬২- বাষট্টি
৬৩- তেষট্টি
৬৪- চৌষট্টি
৬৫- পঁয়ষট্টি
৬৬- ছেষট্টি
৬৭- সাতষট্টি
৬৮- আটষট্টি
৬৯- ঊনসত্তর
৭০- সত্তর

৭১- একাত্তর
৭২- বাহাত্তর
৭৩- তিয়াত্তর
৭৪- চুয়াত্তর
৭৫- পঁচাত্তর
৭৬- ছিয়াত্তর
৭৭- সাতাত্তর
৭৮- আটাত্তর
৭৯- ঊনআশি
৮০- আশি

৮১- একাশি
৮২- বিরাশি
৮৩- তিরাশি
৮৪- চুরাশি
৮৫- পঁচাশি
৮৬- ছিয়াশি
৮৭- সাতাশি
৮৮- আটাশি
৮৯- ঊননব্বই
৯০- নব্বই
৯০- নব্বই

৯১- একানব্বই
৯২- বিরানব্বই
৯৩- তিরানব্বই
৯৪- চুরানব্বই
৯৫- পঁচানব্বই
৯৬- ছিয়ানব্বই
৯৭- সাতানব্বই
৯৮- আটানব্বই
৯৯- নিরানব্বই
১০০- একশত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *