কর্পোরেট জব কি ? সহজভাবে বলতে গেলে কর্পোরেট জব হলো কোন কর্পোরেশনের অধীনে থেকে চাকরি করা। এখন কথা হল কর্পোরেশন কাকে বলে ?
মূলত কর্পোরেশন হলো সেই সকল কোম্পানি যাদের বিজনেস ভলিউম অনেক বেশী। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা আন্তর্জাতিক সংস্থা হতে পারে । যেগুলো পৃথিবীর একাধিক দেশে তাদের ব্যবসা চালু রেখেছে । আবার অনেক ক্ষেত্রে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমার মধ্যে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে ।
চলুন জেনে নেওয়া যাক কর্পোরেট জব কি , কর্পোরেট বলতে কী বোঝায় ইত্যাদি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ।
পোস্টের বিষয়বস্তু
কর্পোরেট জব কি । কর্পোরেট জব বলতে কী বোঝায় ?
যেমনটা কি আমরা শুরুতেই বলেছি যে কর্পোরেট জব হলো কোন একটি করপোরেশনের আন্ডারে কোন পদে চাকরি করা। তবে কর্পোরেট পার্সোনালিটি মূলত তাদের কে বলা হয়ে থাকে যারা কোন কর্পোরেশনের উচ্চপদস্থ চাকরি করে থাকেন ।
কর্পোরেট জব মূলত তারাই করে থাকেন যারা কোন কর্পোরেশনের পরিচালনা এবং ব্যবস্থাপনা কমিটির সাথে জড়িত থাকেন ।এছাড়া কর্পোরেট প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মচারী থাকতে পারে । তবে তাদেরকে কর্পোরেট এমপ্লয়ার বললে ভুল হবে ।
কর্পোরেট জব এ প্রবেশ করা অনেক কঠিন, সেখানে কম্পিটিশন তুলনামূলক অনেক বেশি , এবং চাকরিতে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই অফিস পলিটিক্স খাটাতে হবে । কোন অবস্থাতেই সুহালে আপনি চাকরিতে টিকে থাকতে পারবেন না । কর্পোরেট জবের ক্ষেত্রে আপনি কখনোই জব সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন না । তবে সেখানে আপনার যোগ্যতার সর্বোচ্চ পরীক্ষা দিতে হবে এবং আপনি যদি আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুশি করতে পারেন একমাত্র পাবেই আপনি কর্পোরেট জবে টিকে থাকতে পারবেন ।
অনেক ক্ষেত্রে কর্পোরেট জবে কর্পোরেট পার্সোনালিটি সম্পন্ন মানুষ কোন ধরনের বেতন না নিয়ে কাজ করেন। বরং তারা মূলত সেই কর্পোরেশনের শেয়ারহোল্ডার হিসেবে অবস্থান করেন এবং সেই কোম্পানির অগ্রগতি সাধন এর জন্য জান প্রান লড়িয়ে দেন,যাতে করে তাদের শেয়ারের দাম বৃদ্ধি পায়,এবং তারা মুনাফা করতে পারে ।
সুতরাং বুঝতেই পারছেন কর্পোরেট জব কি এবং কর্পোরেট জব আপনার জন্য কতটুকু ডিফিকাল্ট হতে পারে । যেকোনো ধরনের কর্পোরেট জব করার পূর্বে শতভাগ চিন্তাভাবনা করা উচিত ।অবশ্যই মনে রাখবেন কর্পোরেট জব আপনি যত বছর ধরেই করুন না কেন, আপনি চাকরি হারিয়ে ফেলতে পারেন । হয়তো দেখা গেল, আপনি এমন ভাবে চাকরি হারিয়ে ফেললেন, যেটি আপনার কল্পনাতীত বিষয় ছিল ।
ভাষা কাকে বলে? ভাষা কত প্রকার ও কী কী?
কর্পোরেট জব বেতন
একজন কর্পোরেট ইম্পলয়ার বেশ মোটা অঙ্কের বেতন কত । অধিকাংশ ক্ষেত্রেই এটি ৫০ হাজার থেকে শুরু করে পাচ অংকের একটি সংখ্যা হতে পারে । আপনি একটি বহুজাতিক অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে থাকেন,তাহলে আপনার সেলারি নিসন্দেহে বেশি হওয়ার কথা ।
এবং আপনি যদি একটি নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার ভিতরে ব্যবসা পরিচালনা করে এমন কোন প্রতিষ্ঠানে কর্পোরেট চাকরি করে থাকে তবে সে ক্ষেত্রে আপনার বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা থেকে শুরু হবে। পদোন্নতি সাথে সাথে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে ।
তবে যেমনটা কি আমি এর আগেও বলেছি, কর্পোরেট চাকরিতে সবাই বেতন গ্রহণ করেন না । অনেকে সেই কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে কাজ করেন ।
আপনি জেনে অবাক হবেন টেসলার প্রতিষ্ঠাতা এবং বর্তমান নির্বাহী পরিচালক ইলন মাস্ক যিনি কিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের- তিনি তার প্রতিষ্ঠানে থেকে মাসিক বেতন বাবদ মাত্র এক ডলার গ্রহণ করে থাকেন । এবং তার বাকি আসে সেই কোম্পানির শেয়ার থেকে। শুধু টেসলা নয় তার পাশাপাশি আরো বেশ কয়েকটি নামিদামি কোম্পানির শেয়ারহোল্ডার তিনি । তার পাশাপাশি তিনি নিজের কাছে বেশ কিছু বিটকয়েন জমা করে রেখেছেন যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। শুধু ইলন মাস্ক নন,তার পাশাপাশি বিশিষ্ট ধনকুবের জেফ বেজোস,বিল গেটস সহ আরো বেশ কয়েকজন তাদের মাসিক বেতন বাবদ মাত্র এক ডলার বেতন নিয়ে থাকেন । বলতে গেলে এটি সিলিকন ভ্যালির এক ধরনের প্রথা যদি বছরের পর বছর ধরে চলে আসছে ।