ক্যাটায়ন কাকে বলে ? ক্যাটায়ন ও অন্যায়ন এর পার্থক্য

ক্যাটায়ন কাকে বলে: যখন পরমাণুতে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে এবং ইতিবাচকভাবে চার্জ হয় তাকে ক্যাটায়ন বলে। অর্থাৎ তারা এক বা একাধিক ইলেকট্রন হারাবে এবং কোনও প্রোটন হারাবে না। অতএব তারা নেট পজিটিভ চার্জের অধিকারী। ক্যাটায়ন এর উদাহরণ  হল ক্যালসিয়াম (Ca2+), পটাসিয়াম (K+). ক্যাটায়নঃ ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে।

ক্যাটায়ন কাকে বলে

যখন কোনো পরমাণু বা অণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়, তখন তাকে ক্যাটায়ন বলা হয়।

সংক্ষিপ্ত সংজ্ঞা : যে ধনাত্মক আয়ন (positive ion) ইলেকট্রন হারিয়ে গঠিত হয় তাকে ক্যাটায়ন (Cation) বলে।

আয়ন কাকে বলে?

সাধারণ অবস্থায় যে-কোনো পরমাণু নিস্তড়িৎ। অর্থাৎ পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা । যখন কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন গৃহিত হয়, তখন ওই পরমাণুটি তড়িৎগ্রস্থ কণায় পরিণত হয় । এই তড়িৎগ্রস্থ পরমাণুকে আয়ন লে । পরমাণুর চেয়ে আয়ন বেশি সুস্থিত ।

সমাজকর্ম কাকে বলে?

ক্যাটায়ন ও অন্যায়ন এর পার্থক্যঃ

ধনাত্মক চার্জযুক্ত পরমাণুসমূহ কে ক্যাটায়ন বলে। অর্থাৎ যখন পরমাণুতে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে। ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। যখন পরমাণুতে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে এবং ইতিবাচকভাবে চার্জ হয় তাকে ক্যাটায়ন বলে। অন্যদিকে, যখন পরমাণুতে প্রোটনের চেয়ে বেশি ইলেকট্রন থাকে এবং নেতিবাচকভাবে চার্জ করা হয় তাকে অ্যানায়ন বলে।

২। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুসমূহ ক্যাটায়ন। অন্যদিকে, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু সমূহ অ্যানায়ন।

৩। যেসব পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 বা 3 টি ইলেকট্রন থাকে, সে সকল পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়ন গঠন করে। অন্যদিকে, যেসব পরমাণুর শেষ কক্ষপথে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে সে সব পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়ন গঠন করে।

৪। ক্যাটায়ন ধাতু । অন্যদিকে, অ্যানায়ন অধাতু।

৫। ক্যাটায়নে, ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে কম হয়। অন্যদিকে, অ্যানিয়নে, প্রোটনের সংখ্যার চেয়ে ইলেক্ট্রনের সংখ্যা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *