তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার অন্যতম বিশেষ সময়। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তায়ালা আসমানের সবচেয়ে নিকট আসমানে নেমে আসেন এবং বলেন:
“কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব? কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?”
— (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
তাহাজ্জুদে দোয়া করার নিয়ম
তাহাজ্জুদের নামাজ শেষ করে অথবা সেজদায় গিয়েও মন যা চায় তা আল্লাহর কাছে চাইতে পারেন। কোনো নির্দিষ্ট দোয়া বাধ্যতামূলক নয়। তবে কোরআন ও হাদিসে বর্ণিত কিছু দোয়া বেশি গ্রহণযোগ্য।
তাহাজ্জুদ নামাজের সময় কোন দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হয়
কোরআনের দোয়া
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: Rabbanaa aatinaa fid-dunyaa hasanatan wa fil-aakhirati hasanatan wa qinaa ‘adhaaban-naar
(হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং দোযখের আগুন থেকে রক্ষা করো।)
➡ সূরা বাকারা: ২০১
নবী ﷺ এর দোয়া
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ
উচ্চারণ: Allahummaghfir lii dhanbii kullahu, diqqahu wa jillahu, wa awwalahu wa aakhirahu, wa ‘alaaniyatahu wa sirrahu
(হে আল্লাহ! আমার সব গুনাহ মাফ করে দিন—ছোট হোক বা বড়, প্রথম হোক বা শেষ, প্রকাশ্য হোক বা গোপন।) সহিহ মুসলিম
তাহাজ্জুদে মূল বিষয় হলো — মন খুলে নিজের ভাষায় আল্লাহর কাছে চাওয়া। যত গোপন ইচ্ছা আছে, আল্লাহর কাছে বলুন। তিনি শুনেন, জানেন এবং কবুল করার ক্ষমতাও রাখেন।