বদনজর থেকে বাঁচার দোয়া ও উপায়

biddabd-logo

বদনজর (হাসদ, ঈর্ষা বা নজর লাগা) থেকে বাঁচার জন্য কুরআন ও হাদীসে বেশ কিছু দোয়া ও আমল এসেছে। এখানে কিছু বদনজর থেকে বাঁচার দোয়া তুলে ধরলাম:

বদনজর থেকে বাঁচার দোয়া

মু’আওয়িযাত (সুরা আল-ফালাক ও সুরা আন-নাস):
রাসূল ﷺ বদনজর, জ্বিন ও শয়তান থেকে বাঁচার জন্য এগুলো বেশি করে পড়তে বলেছেন।

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ … (সূরা আল-ফালাক)
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ … (সূরা আন-নাস)

আয়াতুল কুরসি (সূরা বাকারা ২:২৫৫):
বদনজর ও শয়তানি কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে নিয়মিত পড়তে উপকারী।

 

রাসূল ﷺ শেখানো বিশেষ দোয়া:
বদনজর ও শয়তান থেকে কারো জন্য দোয়া করতে চাইলে বলা যায়—

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
আ‘উযু বি কালিমাতিল্লাহিত-তাম্মাতি মিন কুল্লি শাইত্বানিন ওয়া হাম্মাতিন, ওয়া মিন কুল্লি আইনিল-লাম্মাহ
(আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর আশ্রয় চাই প্রত্যেক শয়তান, বিষধর ও ক্ষতিকর বদনজর থেকে)।
(সহিহ বুখারি ৩৩৭১, সহিহ মুসলিম ২৭০৮)

আরেকটি দোয়া:
بِسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ، بِسْمِ اللهِ أَرْقِيكَ
বিসমিল্লাহি আরক্বীক, মিন কুল্লি শাইইন ইউ’যীক, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদ, আল্লাহু ইয়াশফীক, বিসমিল্লাহি আরক্বীক
(আল্লাহর নামে আমি তোমার উপর ঝাড়ফুঁক করছি, যা কিছু তোমাকে কষ্ট দেয় তা থেকে, হিংসুকের চোখ ও প্রাণীর অনিষ্ট থেকে। আল্লাহ তোমাকে সুস্থ করুন। আল্লাহর নামে আমি ঝাড়ফুঁক করছি)।
(সহিহ মুসলিম ২১৮৬)

 

প্রতিদিন সকাল-সন্ধ্যা এ দোয়াগুলো পড়া, বিশেষত সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ফালাক, সুরা নাস পড়া বদনজর থেকে রক্ষার শক্তিশালী আমল।

Please follow and like us:
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *