মৌলিক গণতন্ত্র হলো এমন এক ধরনের সীমিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বজনীন ভোটাধিকার প্রদানের পরিবর্তে কিছু সংখ্যক নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে জাতীয় নেতৃত্ব নির্বাচনের করা হয়।
মৌলিক গণতন্ত্র ছিল পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের প্রবর্তিত এক পরোক্ষ নির্বাচনভিত্তিক শাসনব্যবস্থা, যা জনগণের সরাসরি অংশগ্রহণের পরিবর্তে নির্বাচিত “মৌলিক গণতন্ত্রীদের” মাধ্যমে শাসন চালাত। এটি একপ্রকার ছদ্ম-গণতন্ত্র হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়।
মৌলিক গণতন্ত্রের গঠন কাঠামো:
-
পাঁচটি ধাপে বিভক্ত স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়।
-
নির্বাচনের মাধ্যমে গ্রাম পর্যায়ে “মৌলিক গণতন্ত্রী” (Basic Democrats) নামে প্রতিনিধি নির্বাচিত করা হতো।
-
এই নির্বাচিত প্রতিনিধি দিয়েই ইউনিয়ন কাউন্সিল, মহকুমা, জেলা এবং প্রাদেশিক পর্যায়ের প্রশাসন চালানো হতো।
-
এমনকি প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের সদস্যরাও এই মৌলিক গণতন্ত্রীদের ভোটে নির্বাচিত হতেন, সাধারণ জনগণের ভোটে নয়।