মৌলিক সংখ্যা কাকে বলে? ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি

মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা নিয়ে ছাত্রদের মধ্যে সব সময় একটি কনফিউশন কাজ করে। অনেক সময় আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে ভুল করি । কেননা মৌলিক সংখ্যার কনসেপ্ট সোজা হলেও কিছুটা ডিপ্লোমেসি রয়েছে ।

আর তাই আজকের আর্টিকেলে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে সে সম্পর্কে জানতে চলেছি। তার পাশাপাশি জানতে চলেছি,১ কেন মৌলিক সংখ্যা নয়। দুই জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও কেন   এটি একটি মৌলিকসংখ্যা –  সে সম্পর্কে । 

মৌলিক সংখ্যা

যে সংখ্যাকে কেবলমাত্র ১ এবং ঐ সংখ্যার ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যা হতে বলা হয়ে থাকে মৌলিক সংখ্যা । 

অর্থাৎ মৌলিক সংখ্যা মূলত একটি অনন্য সংখ্যা যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে । ব্রম্ভান্ডের মৌলিক সংখ্যা সুনির্দিষ্ট নয় । তবে একটি সংখ্যা মৌলিক হওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটিকে বেশ কিছু শর্ত পালন করতে হয়। এই শর্তগুলো হলোঃ

  • এক দ্বারা বিভাজিত হতে হবে । 
  • মৌলিক সংখ্যা কে ওই  সংখ্যা দ্বারা বিভাজিত হতে হবে । 
  • একটি সংখ্যা কেবল মাত্র দুইটি সংখ্যা দ্বারা বিভাজিত হতে পারে । 
  • ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি বিভাজিত হতে পারবে না ।
  • দুই ব্যতীত সকল মৌলিক সংখ্যা অবশ্যই বিজোড় সংখ্যা হবে । 

প্রাচীন গ্রিসে গণিতশাস্ত্র রাতারাতি বেশ উন্নতি লাভ করতে শুরু করে । কেননা সেই সময় গ্রিসে কিছু গণিত পন্ডিত জন্মগ্রহণ করেছিলেন যারা গণিত শাস্ত্রের অত্যন্ত দক্ষ ছিলেন এবং তাদের হাত ধরে গ্রিসে এক অভিনব বিপ্লব শুরু হয়েছিল । বিশ্বাস করতে কষ্ট হলেও এটি সত্যি যে, সেই সময় গণিতকে ব্যবহার করে তারা এমন কিছু ইমারত অথবা স্থাপত্য নির্মাণ করেছিল যা গোটা দুনিয়াকে বদলে দিতে সক্ষম হয়েছিল । 

গ্রিসের লোকজন গণিতকে কখনো থিয়োরির মধ্যে আবদ্ধ করে রাখেনি বরং তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এগুলোর প্রতিফলন ঘটিয়েছে । যার ফলে তারা উত্তরোত্তর বিজ্ঞানের সকল ক্ষেত্রে সুখ্যাতি অর্জন করেছিল । 

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি কি কি

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্ব মোট 25 টি। এবং এই সংখ্যাগুলি হলোঃ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *