সমবাহু ত্রিভুজ কাকে বলে বিষয়টি জানা খুব গুরুত্বপূর্ণ। আমরা সকলে নানা বিধ বিষয় সম্পর্কে জেনে থাকি কিন্তু আমাদের জানার কোনো শেষ নেই। biddabd.com ওয়েবসাইটে আপনি বিভিন্ন প্রশ্নের উক্তর খুঁজে পাবেন, যা জেনে অনেক উপকৃত হতে পারেন। আপনাদের সুবিধার কথা চিন্তা করে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরেছি। আশা করছি এটি আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে।
সমবাহু ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ হল একটি ত্রিভুজ যার তিনটি সমদূরী বাহু আছে এবং সমান কোণ রয়েছে দুটি বাহুর মধ্যবর্তীকে। অর্থাৎ, সমবাহু ত্রিভুজের তিনটি বাহু একই দৈর্ঘ্য হতে হবে এবং দুটি বাহুর মধ্যবর্তী কোণ সমান হতে হবে। সমবাহুত্রিভুজ একটি সাধারণ ত্রিভুজের একটি বিশেষ ধরন।
সমবাহু ত্রিভুজ কাকে বলে: যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটি সমান বাহু দ্বারা গঠিত ত্রিভুজ।
তাই এভাবেও বলা যেতে পারে সমবাহু ত্রিভুজ কাকে বলে , যে ত্রিভুজের কোণগুলি পরস্পরের সমান হয়, তাকে সমবাহু ত্রিভুজ বলে।
সমবাহু ত্রিভুজের ছোট সংজ্ঞা হলো – যে ত্রিভুজের তিনিটি বাহু সমান তা সমবাহু ত্রিভুজ।
সমাস কাকে বলে ও সমাস কত প্রকার?
সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য
( i ) এর প্রতিটি বাহু সমান ।
( ii ) প্রতিটি কোণ সমান ।
( iii ) প্রতিটি কোণের মান 60° ।
( iv ) তিনটি মধ্যমার দৈর্ঘ্য সমান ।
( v ) প্রতিটি কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুর ওপর লম্ব ।
( vi ) প্রতিটি মধ্যমা শীর্ষবিন্দুগুলিকে সমদ্বিখণ্ডক করে ।
( vii ) এই ত্রিভুজের পরিকেন্দ্র , অন্তঃকেন্দ্র , ভরকেন্দ্র ও লম্ববিন্দু চারটি একই বিন্দু ।
( viii ) মধ্যমা ও উচ্চতা একই রেখাংশ ।
পরিশেষে বলা যায় যে সমবাহু ত্রিভুজ কাকে বলে বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারছেন । এছাড়া বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে সমস্যাটি জানানোর অনুরোধ রইলো। আর যদি সমবাহু ত্রিভুজ কাকে বলে এটি ভালো ভাবে বুঝে থাকেন তা হলেও মন্তব্য করতে পারেন।