সমাজকর্ম ও সমাজকল্যাণ ২টি ভিন্ন প্রত্যয়। কিন্তু আমারা সবাই সমাজকর্ম ও সমাজকল্যাণ একই ভাবি। আসলে সমাজকর্ম একটি অনুশীলনভিত্তক কার্যক্রম। আজ সমাজকর্ম কাকে বলে ও এর বিস্তারিত সম্পর্কে লিখবো।
সমাজকর্ম কাকে বলে
সমাজকর্ম শব্দ বা এর এর জনক কে তা জানা যায়নি। কিন্তু W.F.Friedlander সমাজকর্মের সর্বপ্রথম এর ধারনা বা সংজ্ঞা দিয়েছেন বলে ধারনা করা হয় তিনি বলেনঃ- “Social Work is a professional service based upon scientific knowledge and skills in human relations which assists individuals , alone or in groups , to obtain social and personal satisfaction and independence”
সমাজকর্ম একটি সাহায্যকারি পেশা যা সমাজের দুঃস্থ, অসহায়, গরিব লোকদের সাহায্যকারি পেশা হিসেবে পরিচিত। সমাজকর্ম শুধু সমাজের অসহায় লোকদের সাহায্য করে না অধিকন্তু তারা যাতে সাবলম্ভি হতে পারে সেই দিক লক্ষ্য রেখে তাদের
কার্যক্রম পরিচালনা করে থাকে।
সংক্ষিপ্ত সংজ্ঞা: সমাজকর্ম হলো ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের কল্যাণ এবং সামাজিক পরিবর্তন সাধনের জন্য পরিচালিত একটি পেশাগত কার্যক্রম।