সরলরেখা কাকে বলে ? সরলরেখার বৈশিষ্ট্য

সরলরেখা নামে সরল রেখা হলেও, শিক্ষার্থীরা নানাভাবেই সরলরেখা নিয়ে জটিলতায় ভোগে।সরলরেখা কাকে বলে বা সূত্রসমূহ কি, তা জানতে জটিলতা সব ঘিরে ধরে।

তাই আজ এই আর্টিকেলে খুব সহজভাবে বর্ণনা করার চেষ্টা করবো সরল রেখা নিয়ে।এছাড়া সরল রেখা সম্পর্কিত সম্ভাব্য আপনাদের জিজ্ঞাসা সমূহের উত্তর ও হয়তো খুঁজে পেয়ে যাবেন আজকের এই লেখায়।তাহলে মূল প্রসঙ্গে আসার আগে কিছু প্রাথমিক ধারণা ঝালাই করে নিই,রেখা,রশ্মি ও রেখাংশ সম্পর্কে।

রেখা কি?

একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্ট পথবিশেষ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই এবং উভয়দিকে অসীমভাবে প্রসারিত হয় তাকে রেখা বলে

অন্যভাবে বলা যায়,বিন্দুর চলার পথকে রেখা বলে।

সরল রেখা কাকে বলে?

সহজ কথায় বলতে গেলে,সরল অর্থ সোজা।আর রেখা মানে তো আগেই বলেছি বিন্দু চলার পথকেই রেখা বলে।যদি সরল রেখার সংজ্ঞায়ন করতে চাই,তবে তা দাঁড়ায়:

যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা (Straight Line) বলে। সরল রেখায় বিন্দু সরল পথে চলে এবং দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে।

সম্পর্কিত আর্টিকেল ;- আইসোটোপ কাকে বলে? তেজস্ক্রিয় আইসোটোপের কাজ 

সরল রেখার বৈশিষ্ট্য

  • সরল রেখা কখনোই নিজেকে নিজে ছেদ করতে পারে না
  • সরল রেখার উৎপত্তি রেখা থাকে
  • এর কোন প্রান্ত বা শেষ বিন্দু নেই
  • অসীম অবধি বিস্তৃত
  • সরল রেখা রেখাংশ বা রশ্মি উৎপন্ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *