সূরা বাকারা ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ সূরা এবং এর শেষ দুই আয়াত বিশেষ গুরুত্বের অধিকারী। এই আয়াত দুটি মুসলমানদের ঈমান, অনুগ্রহ, এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসের প্রতি আহ্বান জানায়। এতে তওবা, দোয়া, এবং আল্লাহর সাহায্যের ওপর নির্ভরশীল থাকার শিক্ষা দেওয়া হয়েছে।
সূরা বাকারার শেষ দুই আয়াত
আয়াত ২৮৫
Arabic:
آمَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِۦ وَٱلْمُؤْمِنُونَ ۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍۢ مِّن رُّسُلِهِۦ ۚ وَقَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ
বাংলা অর্থ:
রাসূল বিশ্বাস রেখেছেন তাঁর প্রতি যা তাঁর প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর মুমিনগণও। তারা সবাই বিশ্বাস করেছে আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ এবং তাঁর রাসূলগণের প্রতি। আমরা তাঁর কোনো রাসূলের মধ্যে পার্থক্য করি না। তারা বলে, “আমরা শুনেছি এবং মান্য করেছি। হে আমাদের প্রতিপালক! আমরা তোমার ক্ষমা প্রার্থনা করি, আর তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।”
আয়াত ২৮৬
Arabic:
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًۭا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
বাংলা অর্থ:
আল্লাহ কোনো প্রাণীর ওপর তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা উপার্জন করেছে তা তারই পক্ষে, আর যা মন্দ করেছে তা তারই বিপক্ষে।
হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুলি বা ভুল করি তবে তুমি আমাদের ধরো না।
হে আমাদের প্রতিপালক! আমাদের ওপর এমন বোঝা চাপিও না, যেমন তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলে।
হে আমাদের প্রতিপালক! আমাদের এমন ভার দিও না, যা বহন করার ক্ষমতা আমাদের নেই।
আর আমাদের ক্ষমা করো, আমাদের মাফ করো এবং আমাদের প্রতি দয়া করো।
তুমিই আমাদের অভিভাবক, অতএব অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো।