পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো আনুমানিক ৬,৩৭১ কিলোমিটার (৬,371 km)। পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর বা দক্ষিণ মেরু পর্যন্ত দূরত্ব প্রায় ৬,৩৫৬ কিমি । পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবরেখা (Equator) পর্যন্ত দূরত্ব প্রায় ৬,৩৭৮ কিমি । তাই, বিজ্ঞানীরা হিসাবের সুবিধার জন্য গড় ব্যাসার্ধ হিসেবে ৬,৩৭১ কিমি ব্যবহার করেন।