বীজগণিতের জনক (Father of Algebra) হিসেবে সাধারণভাবে মুহাম্মদ ইবন মুসা আল-খাওয়ারিজমি (Muhammad ibn Musa al-Khwarizmi)-কে বিবেচনা করা হয়। তিনি একজন বিখ্যাত পার্সিয়ান (ইরানী) গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলবিদ। প্রথমবারের মতো বীজগণিতকে একটি স্বাধীন শাস্ত্র হিসেবে উপস্থাপন করেন। তার কাজগুলো ইউরোপে অনূদিত হয়ে পরবর্তীকালে আধুনিক বীজগণিতের ভিত্তি স্থাপন করে।