উয়ারী‑বটেশ্বর বাংলাদেশের একটি বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থান, যা:- নরসিংদী জেলার বেলাবো (Belabo) উপজেলার উয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রামের মাঝে অবস্থিত, ঢাকা বিভাগের চেইনে।
ঢাকা থেকে দূরত্ব- ≈ ৭০ কিমি উত্তর-পূর্ব
ঐতিহাসিক- খ্রিস্টপূর্ব ৪৫০–১০০ অব্দের পুরাতন নগর ও বন্দর শহর
প্রধান উপাদান- দুর্গ, রাস্তা, মুদ্রা, পাথর ও কাচের পুঁতি, মন্দির অবশেষ