বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি – BADC) বিএডিসি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
এর মূল কাজ হলো:
উচ্চফলনশীল বিভিন্ন ফসলের (ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ ইত্যাদি) মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহ।
কৃষকদের কাছে বীজ সহজলভ্য করা এবং বীজ উৎপাদনে কৃষকদের সম্পৃক্ত করা।
বীজ গবেষণা প্রতিষ্ঠান (যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট – BRRI, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট – BARI) উদ্ভাবিত জাতগুলোকে বহুগুণিত করে কৃষকের কাছে পৌঁছে দেওয়া।
সুতরাং, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) হলো দেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান।