প্লবতার অনেক হার্ড এন্ড টাফ সূত্র থাকলেও প্রবতা কাকে বলীর একটি সহজ সঙ্গাও রয়েছে। চলুনে জেনে নেই প্লবতা কাকে বলে?
পোস্টের বিষয়বস্তু
প্লবতা কাকে বলে ?
তরল অথবা বায়বীয় পদার্থে নিমজ্জিত বস্তুকতৃক লম্বভাবে প্রযুক্ত বলকে প্লবতা বলা হয়।
অর্থাৎ যখন কোনো বস্তুকে কোনো তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হয় বা ডোবানো হয়,তখন এটি সেই তরল বা বায়বীয় পদার্থের উপরে পালটা একটি বল প্রয়োগ করে। মূলত এই বলটিকেই বলা হয়ে থাকে প্লবতা। এটি একটি উর্ধ্বমূখী বল। যে বল ক্রিয়া করে লম্ব বরাবর।
প্লবতা নির্নয়ের একটির সূত্র রয়েছে। এই সূত্রের মাধ্যমে তরল-বায়বীয় মাধ্যমের উপরে কি পরিমান বল প্রয়োগ করে সেটি নির্নয় করতে পারবো।
প্রতীক কাকে বলে? প্রতীক কত প্রকার ও কী কী?
প্লবতার সূত্র
প্লবতার সূত্র বা আর্কিমিডিসের সূত্র হলো একটি পদার্থবিজ্ঞানের নিয়ম, যা বলে:
“যেকোনো বস্তুকে কোনো তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে ডুবানো হলে, বস্তুটি একটি উর্ধ্বমুখী বল (প্লবতা বল) অনুভব করে, যার মান বস্তুটি দ্বারা স্থানচ্যুত তরলের ওজনের সমান।”
প্লবতার সূত্র- P=V.ROW.g
- যেখানে V হলো বস্তুটির আয়তন – বস্তু যে জায়গা দখন করে থাকে তাকে বলা হয় বস্তুর আয়তন।
- ROW হলো যে মাধ্যমে বস্তুটিকে নিমজ্জিত করা হয়েছে সেই মাধ্যমের ঘণত্ব
- এবং g হলো অভিকর্ষজ ত্বরণ।
তো জানা গেলো প্লবতা কাকে বলে।