অর্থনীতি কাকে বলে ? অর্থনীতি বিষয়টি আমাদের অনেকের কাছেই বেশ জটিল বলে মনে হয়। তবে আপনি মানুন বা নাই মানুন সমগ্র পৃথিবীর একমাত্র পরিচালক কিন্তু এই অর্থনীতি। মূলত অর্থনীতির ওপর নির্ভর করেই সমাজনীতি গড়ে উঠেছে এমনকি অনেক ক্ষেত্রে রাজনীতিও অর্থনীতির দ্বারা প্রভাবিত হয়।
আপনার আর্টিকেলে আমরা জানতে চলেছি অর্থনীতি কাকে বলে এবং অর্থনীতির জনক কে । মূলত আমরা বিভিন্ন আঙ্গিকে থেকে অর্থনীতির সংজ্ঞা দিতে চলেছে এবং তার পাশাপাশি অর্থনীতি ব্যক্তি জীবন ও সমাজ জীবনে তেমন প্রভাব বিস্তার করে সে সম্পর্কেও জানবো আমাদের আজকের আর্টিকেলে ।
পোস্টের বিষয়বস্তু
অর্থনীতি কাকে বলে
অর্থনীতি হলো এমন এক ধরনের বিজ্ঞান যা মূলত মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারকে সমন্বয় করে গ্রহণ ও বিপণন সম্পর্কে আলোচনা করে ।
এছাড়াও বলা যেতে পারে, অর্থনীতি হলো এমন এক ধরনের বিজ্ঞান যা সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে সেখান থেকে উৎপাদন করা সম্ভব, এবং সেই উৎপাদনের বিনিময় অন্য কোনো পণ্য গ্রহণ ও অধিগ্রহণ করা যায় সে সম্পর্কে আলোচনা করে।
স্যার অ্যাডাম স্মিথ এর মতে, “ অর্থনীতি হলো এমন এক ধরনের বিজ্ঞান যার মাধ্যমে কোন জাতির সম্পদ এবং তার কারণ অনুসন্ধান করা হয়।”
বিষয়টিকে একটু বুঝিয়ে সহজ করে বলা যাক।
অর্থ হলো ভ্যালু। বা মূল্য। এমন একটি বিষয় যেটি অন্য মানুষের কাছে মূল্যবান।অর্থাৎ সার্বজনীনভাবে যে বিষয় বা বস্তুটির গুরুত্ব রয়েছে তাকে বলা হয় অর্থ । এবং নীতি শব্দের অর্থ নিয়ম বা প্রটোকল ।
অর্থাৎ অর্থনীতি হলো অর্থ সম্পর্কিত নীতি বা নিয়ম । এটি এমন একটি বিষয় যেখানে অর্থ সম্পর্কে আলোচনা করা হবে । তার পাশাপাশি অর্থ সম্পর্কিত নীতি প্রণয়ন করা হয় । অর্থনীতির পরিধি অনেক বড় হতে পারে । এটি ব্যক্তিপর্যায়ে হতে পারে অথবা সমগ্র বিশ্বব্যাপী হতে পারে। ব্যক্তি পর্যায়ের অর্থনৈতিক নীতি কে ইংরেজিতে peer-to-peer বলা হয়।
আরো পড়ুনঃ বাক্য কাকে বলে? বাক্য কত প্রকার ও কী কী ?
ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
ব্যক্তি পর্যায়ে অর্থনীতিকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি ।অর্থাৎ যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে অর্থনৈতিক লেনদেন ঘটিয়ে থাকে তখন তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি । এটি অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বা প্রাথমিক ধাপ বলা যেতে পারে ।
সামষ্টিক অর্থনীতি কাকে বলে
মূলত অর্থনীতি যে শাখায় বিশ্বব্যাপী অর্থব্যবস্থার নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয়ে থাকে সামষ্টিক অর্থনীতি । সামষ্টিক অর্থনীতি বিশ্ব অর্থনীতির একটি ইন্ডিকেটর বা পরিমাপক । এর মাধ্যমে বিশ্ব অর্থনীতি ঠিক কোন পর্যায়ে রয়েছে তা সম্পর্কে ধারণা লাভ করা যায় । ব্যষ্টিক অর্থনীতির সাথে সামষ্টিক অর্থনীতি অনেকটাই সম্পৃক্ত ।
ইসলামিক অর্থনীতি
ইসলামী পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন এবং ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশিকা বা হাদিস মোতাবেক যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামিক অর্থনীতি ।