ক্ষারক কাকে বলে ? ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য

ক্ষারক কাকে বলে: ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা আসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন  করে তাকে ক্ষারক বলে। এখানে ক্ষারক এর সংজ্ঞা আরো ভিন্নভাবে ফেয়া যায়,  যেমন, যে সকল পদার্থ দ্রবণে প্রোটন এইচ প্লাস গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলে।

ক্ষারক কাকে বলে

ক্ষারক (Alkali) হলো এমন একটি পদার্থ, যা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন (OH⁻) উৎপন্ন করে এবং অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে।

যেসব মূলক (Base) পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন (OH⁻) উৎপন্ন করে, তাদের ক্ষারক বলে।

উদাহরণ:

  • সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)
  • পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH)
  • ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (Ca(OH)₂)
  • অ্যামোনিয়া (NH₃) (দুর্বল ক্ষারক)

ক্ষার কাকে বলে

ক্ষার কি: ধাতু ও অধাতুর নাম ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে।

রম্য পড়ুন ;- দর্শন কাকে বলে ?

ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য

বিষয়ক্ষারক (Base)ক্ষার (Alkali)
সংজ্ঞাযে পদার্থ অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করেযে মূলক পানিতে দ্রবীভূত হয়ে OH⁻ আয়ন উৎপন্ন করে
দ্রাব্যতাসব ক্ষারক পানিতে দ্রবীভূত নয়ক্ষার সব সময় পানিতে দ্রবীভূত হয়
আয়ন উৎপন্নসবক্ষেত্রে OH⁻ আয়ন উৎপন্ন নাও করতে পারেসব সময় OH⁻ আয়ন উৎপন্ন করে
উদাহরণCu(OH)₂, Al(OH)₃ (জলে অদ্রবণীয়)NaOH, KOH, Ca(OH)₂, NH₄OH (জলে দ্রবণীয় ক্ষারক)
লিটমাসে প্রভাবলাল লিটমাসকে নীল করেলাল লিটমাসকে নীল করে
সম্পর্কসব ক্ষার ক্ষারকসব ক্ষারক ক্ষার নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *