রেখা কাকে বলে?

রেখা কাকে বলে

যার দৈর্ঘ্য আছে কিন্তু , প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা বলে। রেখার কোন প্রান্ত বিন্দু নেই, তাই রেখাকে ইচ্ছামত উভয় দিকে বাড়ানো যায়।

রেখা হলো এমন একটি অসীম দৈর্ঘ্যের সরল পথ, যা একাধিক বিন্দুর মাধ্যমে গঠিত এবং উভয় দিকে অনন্ত পর্যন্ত প্রসারিত।

রেখা কত প্রকার ও কি কি?

রেখা দুই প্রকার। যথা: সরলরবখা এবং বক্ররেখা।

১. সরল রেখা: যদি কোন বিন্দু সরল পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরলরেখা বলে।

২. বক্র রেখা: যদি কোন বিন্দু আঁকা বাঁকা পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে বক্ররেখা বলে।

আরো পড়ুন ;- সরলরেখা কাকে বলে ? সরলরেখার বৈশিষ্ট্য

বিন্দু

১। রেখার কোন প্রন্তবিন্দু নেই। ২। দুইট বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র সরল রেখা আঁকা যায়। ৩।দুই বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম। ৪। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলে। ৫। দুটি সরলরেখা একটি এবং কেবল একটি বিন্দুতে ছেদ করতে পারে।

রেখার বৈশিষ্ট্যঃ

  • ১. বিন্দু যে পথে যাই তাই-ই রেখা।
  • ২. বিন্দু অনির্দিষ্ট স্থান থেকে আসে এবং পথ চলতে শুরু করে কিন্তু কখনো থামে না তাই এর কোন শেষ নেই।
  • ৩. রেখার শুরু বা শেষ নেই।
  • ৪. খাতায় বা কোথাও রেখা আকতে গেলে যেখান থেকে আকা শুরু করতে হয় সেখানে রেখার উপর তীর চিহ্ন দিতে হয় যাতে এটা বোঝা যায় যে এর আগেও আরো রেখা আছে।
  • ৫. খাতায় বা কোথাও রেখা আকতে গেলে যেখানে রেখা আকা শেষ করতে হয় সেখানে রেখার উপর তীর চিহ্ন দিতে হয় যাতে এটা বোঝা যায় যে এর পরেও আরো রেখা আছে।
  • ৬. রেখার কোন শুরু বা শেষ নেই তাই এর কোন প্রান্ত বা শেষ বিন্দু নেই।
  • ৭. রেখা সোজা বা আঁকাবাঁকা যে কোন রকমি হতে পারে।
  • ৮. রেখা থেকে রশ্মি এবং রেখাংশের উৎপত্তি বা সৃষ্টি হয়।
  • ৯. ত্রিভুজ, চতুর্ভুজ বা বহুভুজ আঁকতে সরলরেখার প্রয়োজন হয়।
  • ১০. রেখা দুই প্রকার হলেও কোথাও রেখার কথা উল্লেখ থাকলে সরলরেখা ধরা হয়।
  • ১১. একটি বিন্দু অপর কোন বিন্দুকে কেন্দ্র করে বিন্দুটির চার পাশে সমান দুরত্ব রেখে একবার ঘুরে যে বাকা পথ বা রেখা তৈরি করে তাকে বৃত্তবলে।
  • ১২. রেখার কোন প্রস্থ নেই।
  • ১৩. রেখার দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই।
  • ১৪. সরলরেখা কখনো নিজেকে ছেদ করতে পারে না।
  • ১৫. বক্ররেখা নিজেকে যত ইচ্ছা ছেদ করতে পারে।
  • ১৬. কোনো সরলরেখার উপর কোনো এক বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তা দুই সমকোণ বা এক সরলকোণ বা ১৮০⁰ এর সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *