অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে ‘১৬ জুলাই’ কোন দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে?
গণজাগরণ দিবস
জুলাই শহীদ দিবস
গণতন্ত্র পুনরুদ্ধার দিবস
ছাত্র আন্দোলন দিবস
উত্তর :
জুলাই শহীদ দিবস
ব্যাখ্যা
১৬ জুলাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে “শহীদ দিবস” হিসেবে পালন করার — যা মূলত “শহীদ আবু সাঈদ দিবস” নামেও পরিচিত। সে দিন রংপুরে শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ গুলিতে হত্যার পর, তার স্মরণে এটি ঘোষণা করা হয়েছে
ছেলে সন্তান কত সপ্তাহে হয় ? — এই প্রশ্নটি যদি গর্ভকালীন সময় বা ডেলিভারির সময়কে বোঝায়, তাহলে নিচে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি:
গর্ভাবস্থার মেয়াদ (ছেলে হোক বা মেয়ে): সাধারণভাবে, গর্ভকালীন পূর্ণ সময় হয়: ৩৮–৪০ সপ্তাহ (Last Menstrual Period অনুযায়ী গণনা করলে প্রায় ৪০ সপ্তাহ)। ছেলে বা মেয়ে সন্তানের ক্ষেত্রে সময় একই হয়।
ছেলে সন্তানের ক্ষেত্রে কিছু গবেষণায় দেখা গেছে: ছেলে বাচ্চা অনেক সময় মেয়েদের তুলনায় একটু দেরিতে জন্মায় (অর্থাৎ ১–৩ দিন পরেও হতে পারে)। তবে এই পার্থক্য খুব সামান্য, এবং সব মায়ের ক্ষেত্রেই একরকম হয় না।
ছেলে সন্তান সাধারণত ৩৯–৪০ সপ্তাহেই জন্মায়, তবে কিছু ক্ষেত্রে একটু আগেই বা পরে হতে পারে — এটি স্বাভাবিক।
গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট দেখে ছেলে না মেয়ে তা নির্ধারণ করার যে ধারণা আছে, তা বিজ্ঞানসম্মত নয়। তবে লোকবিশ্বাস অনুযায়ী, অনেকে মনে করেন: যদি বাচ্চার হার্টবিট প্রতি মিনিটে ১৪০ বিট বা তার কম হয়, তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর হার্টবিট যদি ১৪০ এর বেশি হয়, তাহলে মেয়ে সন্তানের সম্ভাবনা বেশি।
কিন্তু বাস্তবতা কী?
চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী: গর্ভাবস্থার প্রথমদিকে (৬–৯ সপ্তাহে), সব বাচ্চার হার্টবিট সাধারণত দ্রুত হয় — প্রায় ১২০–১৮০ বিট প্রতি মিনিটে (bpm)। মেয়ে বা ছেলে, উভয়েরই হার্টবিট গর্ভাবস্থার বিভিন্ন সময়ে ওঠানামা করতে পারে।