মৌলিক রং (Primary Colors) হলো এমন রং যা অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না, বরং এই রংগুলো মিশিয়ে অন্যান্য রং তৈরি করা হয়।
মৌলিক রং = ৩টি, তবে কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে তা গুরুত্বপূর্ণ।
আলো ভিত্তিক হলে: লাল, সবুজ, নীল
রঙ/পেইন্ট ভিত্তিক হলে: লাল, হলুদ, নীল