বাংলাদেশের রাষ্ট্রপতির তালিকা (স্বাধীনতা থেকে বর্তমান)

biddabd-logo

নিচে বাংলাদেশের রাষ্ট্রপতির তালিকা দেওয়া হলো, যেটি স্বাধীনতা থেকে বর্তমান পর্যন্ত তাদের দায়িত্ব পালন ও মেয়াদ অনুযায়ী সাজানো:


বাংলাদেশের রাষ্ট্রপতির তালিকা

  1. শেখ মুজিবুর রহমান (১৭ এপ্রিল ১৯৭১ – ১২ জানুয়ারি ১৯৭২) – স্বাধীনতার প্রথম প্রেসিডেন্ট

  2. সৈয়দ নজরুল ইসলাম (অভিভাবক প্রেসিডেন্ট: ১৭ এপ্রিল ১৯৭১ – ১২ জানুয়ারি ১৯৭২)

  3. আবু সাঈদ চৌধুরী (১২ জানুয়ারি ১৯৭২ – ২৪ ডিসেম্বর ১৯৭৩)

  4. মোহাম্মদ মুহাম্মদুল্লাহ (২৪ ডিসেম্বর ১৯৭৩ – ২৫ জানুয়ারি ১৯৭৫)

  5. শেখ মুজিবুর রহমান (পুনরায় প্রেসিডেন্ট: ২৫ জানুয়ারি ১৯৭৫ – ১৫ আগস্ট ১৯৭৫)

  6. খন্দকার মোশতাক আহমেদ (১৫ আগস্ট ১৯৭৫ – ৬ নভেম্বর ১৯৭৫)

  7. আবু সাদাত মোহাম্মদ সায়েম (৬ নভেম্বর ১৯৭৫ – ২১ এপ্রিল ১৯৭৭)

  8. জেনারেল জিয়াউর রহমান (২১ এপ্রিল ১৯৭৭ – ৩০ মে ১৯৮১)

  9. অবুজ নজরুল হাসান সত্তার (২৭ নভে. ১৯৮১ – ২৪ মার্চ ১৯৮২)

  10. A.F.M. আহসান উদ্দিন চৌধুরী (১৯৮২–১৯৮৩)

  11. হুসেইন মুহাম্মদ এরশাদ (১৯৮৩–১৯৯০)

  12. শাহাবুদ্দিন আহমেদ (১৯৯০–১৯৯১ ও ১৯৯৬–২০০১)

  13. আব্দুর রহমান বিপ্রাস (১৯৯১–১৯৯৬)

  14. মোহাম্মদ আবদুল হামিদ (২০১৩–২০২৩) – দীর্ঘতম সময় রাষ্ট্রপদে থাকা ব্যক্তি

  15. মহম্মদ শাহাবুদ্দিন (শাহাবুদ্দিন চুন্নু) (২৪ এপ্রিল ২০২৩ – বর্তমান)

Please follow and like us:
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *