দোয়া কুনুত ইসলামের একটি গুরুত্বপূর্ণ দোয়া যা বিশেষত বিতর নামাজে পড়া হয়। এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রহমত, হিদায়াত, ক্ষমা ও রক্ষা প্রার্থনা করা হয়। দোয়া কুনুতে আমরা আল্লাহর কাছে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার, শত্রুদের থেকে মুক্তি দেওয়ার, বিপদ-আপদ থেকে রক্ষা করার এবং গুনাহসমূহ ক্ষমা করার আবেদন জানাই।
দোয়া কুনুত
নবী করীম (সা.) তাঁর উম্মতের জন্য এই দোয়া পাঠ করেছেন। দোয়া কুনুতের অর্থ হলো বিনয় সহকারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। প্রতিদিন বিতরের সালাতে এই দোয়া পড়লে ঈমান দৃঢ় হয়, মন শান্ত থাকে এবং আল্লাহর রহমত লাভ হয়।
দোয়া কুনুত আরবি
اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা।
আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।
অনুবাদ : হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি।
আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি।
আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই নির্ধারিত।