আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও অর্থসহ ছবি HD PDF

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি hd

আয়াতুল কুরসি পবিত্র কুরআনের অন্যতম মহিমান্বিত আয়াত, যা সূরা আল-বাকারা’র ২৫৫ নম্বর আয়াতে অবস্থিত। এই আয়াতকে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হিসেবে গণ্য করা হয়, কারণ এতে আল্লাহ তায়ালার মহিমা, জ্ঞান, ও সর্বশক্তিমান সত্তার বর্ণনা রয়েছে।

আয়াতুল কুরসি পাঠ করলে মানুষ আল্লাহর বিশেষ সুরক্ষা লাভ করে এবং হৃদয়ে প্রশান্তি নেমে আসে। অনেকেই এর অর্থ ও গুরুত্ব জানার পাশাপাশি সহজে পাঠের জন্য বাংলা উচ্চারণও জানতে চান। তাই এই আর্টিকেলে আমরা তুলে ধরবো আয়াতুল কুরসির আরবি, বাংলা উচ্চারণ এবং এর গভীর অর্থ ও ফজিলত।

আয়াতুল কুরসি আরবি উচ্চারণ:

اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ
لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ
وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ
وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا
وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ:

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বয়্যুম,
লা তা’খুজুহু সিনাতুঁ ওয়ালা নাওম,
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
মান যাল্লাযি ইয়াশফাউ ‘ইনদাহু ইল্লা বিইজনিহ,
ইয়া’লামু মা বাইনাইদীহিম ওয়া মা খালফাহুম,
ওলা ইউহিতূনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা’আ,
ওয়া সিঅা কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ,
ওলা ইয়াউদুহু হিফযুহুমা,
ওয়া হুয়াল আলিয়্যুল আজিম।

বাংলা অর্থ:

আল্লাহ — তিনি ব্যতীত কোনো উপাস্য নেই;
তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও পালনকর্তা।
তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না।
আসমানসমূহে ও যমীনে যা কিছু আছে — সবই তাঁর।
কে আছে এমন যে, তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করতে পারে?
তিনি জানেন যা তাদের সামনে এবং যা তাদের পেছনে আছে।
তারা তাঁর জ্ঞানের কোনো অংশই আয়ত্ত করতে পারে না,
তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া।
তাঁর কুরসি (ক্ষমতা, আধিপত্য) আসমান ও যমীন পর্যন্ত বিস্তৃত,
আর উভয়কে রক্ষা করা তাঁকে ক্লান্ত করে না।
তিনি সর্বোচ্চ, মহান।

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি hd

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি hd

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *