বাংলা আধুনিক কবিতার আবেগময় ধারায় কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না একটি গভীর অনুভূতিতে ভরা হৃদয়স্পর্শী সৃষ্টি। এই কবিতায় কবি যে বেদনা, অভিমান এবং স্বপ্নভঙ্গের চিত্র ফুটিয়ে তুলেছেন, তা প্রেম, বিচ্ছেদ ও আকাঙ্ক্ষার এক অনন্য মিশ্রণ।
কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন। (২)
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা। (২)
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না মূলত প্রতীকীভাবে তুলে ধরে সেই প্রিয় মানুষটিকে, যে স্বপ্নের মতো আসে, মনকে আলোয় ভরিয়ে আবার দূরে চলে যায়—খবর নেয় না, ফিরে তাকায় না।