আইফোন আনলক করতে না পারা বেশ বিরক্তিকর বিষয় হতে পারে৷ আপনার আইফোন এর পাসকোড ভুলে যাওয়ার কারণে যদি আনলক করতে না পারেন, তবে নিচে উল্লেখিত নিয়মগুলো অনুসরণ করুন। উল্লেখ্য যে উল্লেখিত নিয়মসমূহ অনুসরণ করে আইফোন আনলক করার ক্ষেতে ফোন রিসেট হয়ে যাবে। তাই নিয়মিত আইক্লাউডে আপনার গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকাপ নিয়ে রাখার চেষ্টা করুন।