আজকে আলোচনা করবো বৃত্ত কাকে বলে? কত প্রকার ও কি কি?
পোস্টের বিষয়বস্তু
বৃত্ত কাকে বলে?
একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় সমান দূরত্ব বজায় রেখে অন্য আরেকটি বিন্দু তার চারদিকে একবার প্রদক্ষিণ করে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে।
আরও সুন্দরভাবে বৃত্ত কাকে বলে তা বর্ণনা করা যেতে পারে। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় সমান দূরত্ব বজায় রেখে অন্য আরেকটি বিন্দু নির্দিষ্ট বিন্দুটির চারদিকে একবার প্রদক্ষিণ করে এলে যে সুষম আবদ্ধ বক্রাকার ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে।
পরিবৃত্ত কাকে বলে?
ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডকত্রয়ের ছেদবিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয়। এ বিন্দু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। আবার ত্রিভুজের তিনটি শীষ বিন্দুগামী বৃত্তকে পরিবৃত্ত বলে।
ছায়াবৃত্ত কাকে বলে?
পৃথিবীর আলোকিত অর্ধবাংশ ও অন্ধকার
অর্ধাংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
পৃথিবীর গোলীয় আকৃতির কারণেই ছায়াবৃত্ত
বৃত্তাকার।
পর্যায়বৃত্ত কাকে বলে?
কোনাে গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি
এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর
পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। নির্দিষ্ট সময় পর পর কোন ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট
দূরত্ব পর পর কোনাে কিছুর পুনরাবৃ্তিকে বলা হয়।